আরাফাত সানির বিরুদ্ধে নাসরিনের যত অভিযোগ (ভিডিও)

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:  আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাসহ যৌতুক মামলা করার পর প্রকৃত ঘটনা জানাতে মিডিয়ার সামনে আসলেন আরাফাত সানির স্ত্রী নাসরিন সুলতানা। তিনি সময় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে সানির সাথে তার সম্পর্কের বিভিন্ন ঘটনা তুলে ধরেন।  সাক্ষাতকারে 27নাসরিন বলেন ,আরাফাত সানির সাথে আমার সম্পর্ক ছিল ২০০৯ থেকে। তারপর ২০১৪ সালে আমরা বিয়ে করি। বিয়ে করা পর সে আমার বোনের বাসায় একটি রুম ভাড়া করে প্রায় ৬ মাসের মত রাখে। এরপর যখন আমি সামাজিকভাবে তাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে তার বাসায় নিয়ে যেতে বলি তখন সানি নানা অজুহাত দেখায়। সে বলে আমাকে ২০ লাখ টাকা দাও তাহলে আমি মাকে বলতে পারব যে তোমার একটি প্রতিষ্ঠিত ফ্যামিলি। কিন্তু আমাদের কাছে তো আর এত টাকা নেই। সেই সাথে আমার পরিবারও সানির সাথে বিয়ে দেওয়ায় রাজি ছিল না। কিন্তু যখন আমি পারিবারিকভাবে ব্যাপারটি সমাধান করতে যাই তখনই সানির সাথে আমার যে ছবিগুলো ছিল সেগুলো আমার ফেসবুক ইনবক্সে পাঠিয়ে ব্লাকমেইল করে।  সানির সাথে তার সম্পর্ক কিভাবে সৃষ্টি হয় সে সম্পর্কে নাসরিন বলেন, ২০০৯ সালে আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন সানি ধানমন্ডিতে প্রাকটিস করতে যেতে তখনই তার সাথে আমার সম্পর্ক সৃষ্টি হয়। এবং  সানি যে বউ-বাচ্চা আছে সেটি আমি আগে কখনও শুনি নাই।  সানির সাথে সম্পর্কের অবনতি হয় কী কারণে এমন প্রশ্নের জবাবে নাসরিন বলেন, সানির সাথে সম্পর্কের অবনতির একটাই কারণ সেটা হলো আমাকে তুলে নিতে বলা।  বিস্তারিত ভিডিওতে দেখুন . . .

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।