ক্রাইমবার্তা রিপোট: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার শাল্লা ইউনিয়নের শ্রীহাইল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শ্রীহাইল গ্রামের ডালিম মিয়া ও জিয়াউর রহমানের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৫০জন আহত হন। গুরুতর আহত অবস্থায় বিকাল তিনটার দিকে সজল মিয়াকে (৩০) শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সজল মিয়া শ্রীহাইল গ্রামের আব্দুল আলমের ছেলে ও ডালিম মিয়ার পক্ষের লোক। আহতদের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা সবাই ডালিম মিয়ার পক্ষের লোক। সংঘর্ষে অপর পক্ষের আরও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন জিয়াউর রহমানের চাচাতো ভাই মশিউর রহমান। তাদের পক্ষের আহতদের মধ্যে ১৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। শাল্লা থানার ওসি বজলার রহমান জানান, পূর্ববিরোধের জের ধরেই এই সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নিহত সজল মিয়ার লাশ শাল্লা থানায় আছে।
Check Also
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …