ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:পেশাদারদের সব ধরনের চরিত্রেই অভিনয়ের জন্য প্রস্তুত থাকতে হয়। যেমন অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। চরিত্রের প্রয়োজনে নানা দৃশ্যে অভিনয় করেছেন তিনি। কিন্তু ধর্ষণ দৃশ্যে অভিনয় বদলে দিয়েছিল তাঁর জীবন। এক সময় বলিউড কাঁপানো হিরোইন রাবিনা ধর্ষণ দৃশ্যে অভিনয় করার পরে নাকি পর পর তিন রাত ঠিকমতো ঘুমাতে পারেননি। ঘুমের মধ্যেও নাকি রাবিনাকে তাড়া করে বেড়াত তাঁর অভিনীত চরিত্র। যার সূত্রপাত রাবিনার আসন্ন ‘দ্য মাদার’ ছবির শুটিংয়ে।
এক নারীর উপর পাশবিক অত্যাচারের কাহিনী নিয়ে ছবিটি তৈরি করছেন পরিচালক আশতার সায়েদ। স্ক্রিপ্টটা পড়েই চরিত্রটি সম্পর্কে আগ্রহ তৈরি হয়েছিল রাবিনার। সম্প্রতি রাবিনা জানিয়েছেন, ‘ধর্ষণের দৃশ্যে অভিনয় করার পরে তিন রাত ভাল করে ঘুমাতে পারিনি। এমনকী ডাবিংয়ের সময়ও সমানে কেঁদেছি। চরিত্রটা আমাকে নাড়া দিয়ে গেছে। ‘ সূত্রের খবর, দিল্লির নির্ভয়া কা-ের ওপর ছবি তৈরি করেছেন পরিচালক। আর রাবিনার দাবি, ছবির গল্প দিল্লি নির্ভর, তবে ওই ঘটনার সঙ্গে ছবির ঘটনার কোনো সম্পর্ক নেই।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …