গাইবান্ধায় স্কুলে আগুনের ঘটনায় ১ জন রিমান্ডে

ক্রাইমবার্তা রিপোট:  গাইবান্ধায় কুন্দেরপাড়া গণ-উন্নয়ন একাডেমি বিদ্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার রনজু মিয়ার (৩০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গাইবান্ধায় স্কুলে আগুনের ঘটনায় ১ জন রিমান্ডে

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুব তার রিমান্ড মঞ্জুর করেন।

রঞ্জু মিয়া সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া (পারদিয়ারা) গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, ২৯ জানুয়ারি সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গ্রাম থেকে রনজুকে গ্রেফতার করা হয়। এরপর রনজু মিয়ার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সে কারণে তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে তার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Check Also

ছিনতাই হওয়া ফেব্রিক্স ও কাভার্ডভ্যানসহ স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা যুগ্ম আহবায়ক শিবলু আটক

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   যশোরের বেনাপোল পোর্ট থেকে ছিনতাই হওয়া ভারত থেকে আমদানিকৃত ফেব্রিক্স কাপড়সহ কাভার্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।