বরিশালে প্রাইভেটকার দুর্ঘটনায় ৩ জন নিহত

ক্রাইমবার্তা রিপোট:বরিশালের বাবুগঞ্জে এক য় প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে বাবুগঞ্জের কামিনী পেট্রলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

1নিহত ৩ জনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মনির (৩০) ও মিহির (৩৫)। নিহত মিহিরের বাড়ি বাকেরগঞ্জের কলসকাঠিতে ও মনিরের বাড়ি বরিশালের সাগরদী এলাকায়।

বরিশাল বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ভোর ৬টার দিকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘনা ঘটে। এ সময় প্রাইভেটকারে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যান। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।