ফিলিস্তিনের প্রেসিডেন্টের ঢাকা সফর ফলপ্রসূ হবে: বিএনপি

ক্রাইমবার্তা রিপোট: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঢাকা সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি। তার এই সফর ফলপ্রসূ হবে বলেও আশা ব্যক্ত করেছে দলটি। বিএনপির বিশেষ সম্পাদক ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান রিপন এ কথা জানান।
23
বুধবার বিকালে ঢাকায় পৌঁছেছেন মাহমুদ আব্বাস। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে স্বাগত জানান।

আসাদুজ্জামান রিপন বলেন,  ফিলিস্তিনের প্রেসিডেন্ট এই সফর ফলপ্রসূ হবে বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করেছেন। ফিলিস্তিন ভূখন্ড রাষ্ট্র হিসেবে অচিরেই সার্বজনীন স্বীকৃতি লাভ করবে এবং সেখান থেকে ইসরাইলি আগ্রাসন ও দখলদারিত্বের অবসান হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

বাংলাদেশে মাহমুদ আব্বাসের সফরের সফলতা ও তার সুস্বাস্থ্য কামনা করে বিএনপির পক্ষ থেকে ফিলিস্তিন দূতাবাসের হেড অব মিশন ইউসুফ রামাদানকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানান রিপন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে এটিই মাহমুদ আব্বাসের প্রথম রাষ্ট্রীয় সফর।

Check Also

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।