ক্রাইমবার্তা রিপোট:কালিহাতী প্রতিনিধি: পরপর স্ত্রীর নির্যাতনের স্বীকার হয়েছেন কালিহাতী উপজেলার হামিদপুরের হতভাগা স্বামী খুদে এক ব্যবসায়ী । গতকাল বুধবার সকালে নির্যাতিত স্বামী মালেক বাদী হয়ে স্ত্রী লাভলীর বিরুদ্ধে দোকানপাট ভাংচুর ও লুট পাটের অভিযোগ এনে কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, ঘাটাইল উপজেলার আঠারোদানা গ্রামের মৃত মাজম আলীর ছেলে মালেক মিয়া প্রায় ২০বছর আগে এলেঙ্গা এক প্রভাবশালীর মেয়ে লাভলী বেগম(৩৮)কে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য জীবনে তাদের মধ্যে নানা বিষয়ে আত্ত্বকলহ লেগেই থাকতো। স্ত্রীর বাড়াবাড়ি কারনে স্থানীয় দরবার শালিশ করে কোন লাভ হয়নি। বরং দরবার শালিশ ডাকার কারনে অতিরিক্ত পালিশম্যান্ট খেতে হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় লাভলী ও তার ছেলেসহ ভারাটিয়া লোকজন নিয়ে কালিহাতী উপজেলার হামিদপুরে স্বামী মালেকের দোকানে হামলা চালায়। মালেক হামলার ভয়ে দোকান ছেড়ে পালিয়ে গেলেও তার কর্মচারী সোহেল সওদাগর কে মারধর করে চাবি নিয়ে দোকানের মালামাল ভাংচুর করে নগদ ১৮ হাজার টাকা নেয়। ক্ষতির পরিমান প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …