ক্রাইমবার্তা রিপোট:মোঃ আলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনানুসারে সারাদেশের মত হাটহাজারীতেও এ কার্যক্রম শুরু হলো। ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি ১ নং ফরহাদাবাদ ইউনিয়নের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আরিফুল ইসলাম সরদার এবং ৭ সদস্য বিশিস্ট কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মঈনুদ্দীন। এতে কমিটির অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা এস,এম ইলিয়াস,বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল মনছুর,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম,মুক্তিযোদ্ধা সহকারি কমান্ডার মোঃ সেকান্দার মিয়া,ডিপুটি কমান্ডার মোঃ হোসেন মাস্টার,মুক্তিযোদ্ধা জহুর আলম সহ আরো অনেকে।
উপজেলা প্রশাসন আগামী ৬ ফ্রেবরুয়ারি ২ নং ধলই ইউনিয়ন, ৮ ফ্রেবরুয়ারি হাটহাজারী পৌরসভা,৩ নং মির্জাপুর ইউনিয়ন,৪ নং গুমানমর্দ্দন ইউনিয়ন, ৫ নাঙ্গলমোড়া ইউনিয়ন, ১০ ফ্রেবরুয়ারি ৬ নং ছিপাতলী ইউনিয়ন, ৮ নং মেখল ইউনিয়ন, ৯ নং গড়দুয়ারা ইউনিয়ন, ১১ ফ্রেবরুয়ারি ১০ নং উত্তর মাদার্শা, ১১ নং ফতেপুর, ১২ চিকনদন্ডী, ১৩ নং দক্ষিণ মাদার্শা, ১৪ নং শিকারপুর ও ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে প্রয়োজনীয় তথ্য প্রমাণাদিসহ কমিটির সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …