ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের র্যালী,ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী সরস্বতী পূজা উদ্যাপন কমিটির আয়োজনে রোববার বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে থেকে র্যালী বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিলনায়তনের ভিতর আলোচনা সভায় মিলিত হয়।
প্রফেসর ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। ধর্মালোচনা করেন ড. মুক্তিদায়ী নিতাই দাস ব্রহ্মচারী।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক
ইবি সংবাদদাতা-
বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তাঁরা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় তাঁরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সুরঞ্জিত সেনগুপ্তের অবদান গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, বাংলাদেশের জন্য তাঁর ত্যাগ চিরঅম্লান হয়ে থাকবে।