ইমরুল আউট, মোসাদ্দেক ইন

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ভারত এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের সাথে ইনিংস শুরু করলেন সৌম্য সরকার। প্রশ্নের শুরুও তখনই, তবে ইমরুল? উত্তর জানা গেল খানিক পরই। আবার পুরোনো জায়গায় চোট। দিন শেষে জানা গেল, ইমরুল কায়েসের ভারত সফরই শেষ।

বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে থাকার পর ২০১৬ সালের শেষ নাগাদ আবার মাঠে ফিরেছিলেন ইমরুল কায়েস। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো নৈপুণ্য দেখিয়ে নজরও কেড়েছিলেন। কিন্তু ইনজুরির কবলে পড়ে আবারও মাঠের বাইরে ছিটকে যেতে হলো বাঁ-হাতি এই ওপেনারকে। ভারত সফরে গিয়েও আবার চোটের কারণে দেশে ফিরে আসতে হচ্ছে ইমরুলকে। তার জায়গায় ভারত সফরের দলে জায়গা করে নিয়েছেন তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হলেও এখনো কোনো টেস্ট ম্যাচ খেলেননি সৈকত। আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো নৈপুণ্য দেখানোর জন্যই এখন টেস্ট অভিষেকের সুযোগ এসে গেছে তরুণ এই ক্রিকেটারের সামনে। হয়তো ভারতের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়ে যেতে পারে ডানহাতি এই ব্যাটসম্যানের।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।