ক্রাইমবার্তা ডেস্ক: ০৭ ফেব্রুয়ারি ২০১৭,মঙ্গলবার:কটি জাতীয় পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘বৈঠকটি ছিল জামায়াতের পাঁচ জেলার নারী সম্মেলন’ শিরোনামে মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে পুলিশের বরাত দিয়ে ‘ঢাকা মহানগরীর মোহাম্মাদপুর থেকে গত ২ ফেব্রুয়ারি গ্রেফতারকৃত পর্দানশীন ধর্মভীরু মহিলাদের মৌলবাদী তথা জঙ্গি সংগঠনগুলোর সাথে যোগাযোগ রয়েছে’ মর্মে যে তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এক বিবৃতিতে বলেন, রিপোর্টে পুলিশের বরাত দিয়ে মোহাম্মাদপুর থেকে গ্রেফতারকৃত পর্দানশীন ধর্মভীরু মহিলাদের সাথে মৌলবাদী জঙ্গী সংগঠনগুলোর যোগাযোগ থাকার যে কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা। গ্রেফতারকৃত পর্দানশীন ধর্মভীরু মহিলাগণ সম্পূর্ণ নির্দোষ। তাদেরকে ছাত্রশিবিরের অস্ত্র প্রশিক্ষণ দেয়া ও নাশকতার পরিকল্পনা করার প্রশ্নই আসে না। তাদেরকে মিথ্যা মামলায় জড়ানোর হীন উদ্দেশ্যেই তাদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
রিপোর্টে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খানের বরাত দিয়ে ‘জামায়াত-শিবির বরাবরই দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত’ মর্মে যে কথা লেখা হয়েছে তা নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন। জামায়াত-শিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। উগ্র মৌলবাদী গোষ্ঠীর সাথে জামায়াত ও ছাত্রশিবিরের যোগাযোগ থাকার প্রশ্ন অবান্তর। বিজ্ঞপ্তি।