‘কুং ফু যোগা’য় কাঁপছে চীন

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:ভারত-চীন যৌথ প্রযোজনার ছবি ‘কুং ফু যোগা’তে মজেছে চীনের দর্শকরা।
এক সপ্তাহ পেড়োনের আগেই সেদেশে প্রায় সাড়ে ৯০০ কোটি টাকা ব্যবসা করেছে ছবিটি।

তবে ভারতে ছবিটি ভালো ব্যবসা করতে পারেনি। গত শুক্রবার মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত মাত্র ২৫ কোটি টাকা ব্যবসা করেছে ছবিটি।

দুই দেশের মধ্যে তিনটি ছবি বানানোর চুক্তি হয়েছিল। অন্য দুটি হচ্ছে ‘রইস’ কিংবা ‘কাবিল’।

তবে এছবি দুটি চীনে তেমন সাড়া ফেলতে পারেনি।

জ্যাকি চ্যানের পাশাপাশি ‘কুং ফু যোগা’তে অভিনয় করেছেন ভারতীয় তারকা সোনু সুদ, দিশা পটনি।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।