বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম নারীরা

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:সাধারণত নারীদের সম্পদ আসে তিনটি উৎস থেকে। সেগুলো হলো: বিত্তশালী স্বামী, বাবা-মায়ের কাছ থেকে পাওয়া অর্থ ও নিজের উপার্জন।  বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম নারীদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো:

 

প্রিন্সেস আমীরা আল-তাউয়িল, সৌদি আরব

প্রিন্সেস আমীরার জন্ম ১৯৮৩ সালের ৬ই নভেম্বর তারিখে। তার স্বামী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের বয়স ৫৮। তিনি বিশ্বের ২৬জন সবচেয়ে ধনি ব্যক্তিদের একজন।

 

মহারানি রানিয়া, জর্ডান

জর্ডানের রাজা আবদুল্লাহ ইল ইবন আল-হুসেনের স্ত্রী রানিয়ার জন্ম ১৯৭০ সালের ৩১শে আগস্ট। আবদুল্লাহ রাজা হন ১৯৯৯ সালে।

 

প্রিন্সেস মজীদা নুরুল বোলকিয়াহ, ব্রুনেই

প্রিন্সেস মজীদা নুরুল বোলকিয়াহ ব্রুনেই-এর সুলতান হাসানাল বোলকিয়াহ-র দ্বিতীয় কন্যা। তার জন্ম ১৯৭৬ সালের ১৬ই মার্চ। খায়রুল খলিলের সঙ্গে বিবাহ হয় ২০০৭ সালে। খলিলও রাজপরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেছেন।

 

প্রিন্সেস হাজাহ হফীজা সুরুরুল বোলকিয়াহ

ব্রুনেই-এর সুলতানের চতুর্থ কন্যা প্রিন্সেস হফীজার জন্ম ১৯৮০ সালের ১২ই মার্চ। তার পিতা সুলতান হাসানাল বোলকিয়াহ-কে বিশ্বের সবচেয়ে ধনি ব্যক্তিদের মধ্যে গণ্য করা হয়। ব্রুনেই-এর সুলতানের গাড়ির সংখ্যা ৭,০০০ আর তার প্রাসাদে কামরার সংখ্যা ১,৭০০।

 

সুলতানাহ নুর জাহিরা, মালয়েশিয়া

রাজা আল ওয়াথিকু বিল্লাহ তুয়ানকু মিজান জয়নালের পত্নী সুলতানার জন্ম ১৯৭৩ সালের ৭ই ডিসেম্বর। সুলতানাহ স্বয়ং ধনি পরিবারের সন্তান। পিতার কাছ থেকে ১৫ বিলিয়ন ডলারের সম্পত্তি পেয়েছেন জাহিরা।

 

শেখা মোজাহ বিন্তি নাসের আল-মিসনদ, কাতার

শেখ হামাদ বিন খলিফা আল-থানির দ্বিতীয় স্ত্রী শেখার জন্ম ১৯৫৯ সালে। তার স্বামীর সম্পত্তির পরিমাণ প্রায় সাত বিলিয়ন পাউন্ড বলে কথিত।

 

শেখা হানাদি বিন্তি নাসের বিন খালেদ আল থানি, কাতার

রিয়াল এস্টেট, পুঁজি বিনিয়োগ আর ব্যাংক ম্যানেজারি থেকে শেখা হানাদির অর্জিত সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ লিবিয়ন ডলার। তিনি নিঃসন্দেহে কাতারের সবচেয়ে ধনি নারীদের মধ্যে গণ্য।

 

প্রিন্সেস লাল্লা সালমা, মরক্কো

প্রিন্সেস লাল্লা সালমার জন্ম ১৯৭৮ সালের ১০ই মে। পিতা ছিলেন পেশায় শিক্ষক। লাল্লার বিয়ে হয়েছে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে। দুই সন্তানের জননী সালমার সম্পত্তির পরিমাণ আড়াই বিলিয়ন ডলার বলে মনে করা হয়ে থাকে।

 

শেখা মায়থা বিন্তি মোহাম্মেদ বিন রশিদ আল-মখতুম, দুবাই

২০০৬ সালে এশিয়ান গেমসে তায়কন্ডোতে রৌপ্যপদক জেতেন মায়থা। মায়থার জন্ম ১৯৮০ সালের ৫ই মার্চ। পিতা শেখ মুহাম্মদ বিন রশিদ আল মখতুম সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করেছেন। শেখ মুহাম্মদ দুবাই-এর আমীর।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।