ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। কিন্তু তবুও বলা যায় ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। যে ভারত মাত্র কয়েকদিন আগে ইংল্যান্ডের মতো দলকে নাকানিচুবানি খাইয়েছে, তাদের বিরুদ্ধে ম্যাচটিকে পঞ্চম দিনে টেনে নিয়ে যেতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভারত যত সহজ প্রতিপক্ষ ভেবেছিল বাংলাদেশকে, তা ভুল প্রমাণিত হয়েছে।
হায়দরাবাদে আজ রোববার চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১০৩ রান। সাকিব আল হাসান ২১ আর মাহমুদুল্লাহ রিয়াদ ৯ রানে ক্রিজে আছেন। তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক ফিরে গেছেন।
ভারতের চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে ৩৫৬ রান। ম্যাচটিকে ড্রয়ে পরিণত করতে হলে বাংলাদেশকে সোমবার পুরো দিন টিকে থাকতে হবে।
আজ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন সৌম্য সরকার। রান করেছিলেন ৪২। দলকে সাপোর্ট দেয়ার পাশাপাশি নিজের স্কোরও সমৃদ্ধ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। জাদেজার শিকার হয়ে ফিরে যান তিনি।
তারপর ফিরে যান মুমিনুল হক। তিনি রান করেছিলেন ২৭। তামিম ইকবাল আউট হওয়ার পর মুমিনুলকে নিয়ে হাল ধরেছিলেন সৌম্য। এই জুটি ৬০ রানের মূল্যবান পার্টনারশিপ উপহার দিয়েছিল। ৬৬ বলে সৌম্য এই স্কোর করেছিলেন।
এর আগে তামিম ইকবাল মাত্র ১১ বল খেলে ৩ রান করেছিলেন।।
এর আগে ভারত ৪ উইকেটে ১৫৯ রান করে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
স্কোর
ভারত : ৬৮৭ (ঘোষণা) এবং ১৫৯/৪ (ঘোষণা)
বাংলাদেশ : ৩৮৮ এবং ১০৩/৩।