শ্রীপুরে নকল সরবরাহ করতে গিয়ে শিক্ষক বরখাস্ত

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের শ্রীপুরে পরীক্ষা হলে নকল সরবরাহ করতে গিয়ে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নাম আব্দুল্লাহ-আল হাছান। তিনি শ্রীপুর উপজেলার খোজেখানি উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক। রবিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এর গণিত পরীক্ষা চলাকালে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে তাকে বহিষ্কার করা হয়। 26

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা জানান, ওই শিক্ষক পরীক্ষা চলাকালীন দায়িত্ত্বরত ছিলেন। এ অবস্থায় এক ছাত্রকে নকল সরবরাহ করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলি। পরে তাকে হল থেকে সাময়িক বহিষ্কার এবং এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল জানান, পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে খোজেখানি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ দুপুরে বৈঠকে বসে তাকে সাময়িক বরখাস্তের (রেজ্যুলেন করে) চিঠি দিয়েছে। গণিত পরীক্ষায় গণিত শিক্ষককে কেন কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেয়া হলো সেজন্য কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া  ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

Please follow and like us:

Check Also

ফেসবুকে পোস্ট দিয়ে সন্তান নিয়ে ট্রেনের নিচে নারীর ঝাঁপ: মারা যান মা-ছেলে

হাজীগঞ্জে এক বছরের সন্তান আব্দুর রহমানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন মা তাহমিনা (২৩)। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।