লাউয়াছড়া শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের সম্পদ : বার্নিকাট

ক্রাইমবার্তা রিপোট:মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জের লাউয়াছড়া বন পরিদর্শন করে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন লাউয়াছড়া বন শুধু বাংলাদেশের সম্পদ নয় এটি বিশ্বের সম্পদ।

আজ রোববার সকালে মার্শা বার্নিকাট ইউএসএআইডি-এর আমন্ত্রণে লাউয়াছড়া বন পরিদর্শনে শেষে আনন্দিত হয়ে সাংবাদিকদের এ অনুভুতি প্রকাশ করেন।

তিনি বলেন, এখানে ইউএসএআইডি বাংলাদেশ সরকারের সাথে সুন্দর একটি বনাঞ্চল রক্ষায় কাজ করছে। যারা ভোটানিক্যাল নিয়ে লেখাপড়া করছে সেসব ছাত্রছাত্রীকে এই বনাঞ্চল রক্ষায় এগিয়ে আসা উচিৎ।

এর আগে তিনি লাউয়াছড়া বনের ভিতরে এক ঘণ্টা ট্রেইল করেন। কথা বলেন লাউয়াছড়া সিএমসি, বন বিভাগ ও পর্যটকদের সাথে।

পরে তিনি লাউয়াছড়া বাঘমারায় সিএমসির মহিলা সদস্যদের সাথে কথা বলে তাদের কার্যক্রম সম্পর্কে জানেন।

এসময় রাষ্ট্রদূতের সথে ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল আহমেদ, পুলিশ সুপার শাহ জালাল, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হকসহ বনবিভাগের ও লাউয়াছড়া বন রক্ষা কমিটির ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।