Police and rescue workers work at the scene of a blast in Lahore, Pakistan February 13, 2017. REUTERS/Stringer

লাহোরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলায় ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫৮ জন। সোমবার লাহোরে পাঞ্জাব গণপরিষদের বাইরের এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

পাঞ্জাব অ্যাসেম্বলি ভবনের বাইরে একটি বিক্ষোভ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহের সংগঠনের আয়োজনে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছিল। এসময় পার্ক করে রাখা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী।

সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, ওই হামলায় নিহতদের মধ্যে রয়েছেন পাঞ্জাব পুলিশের এসএসপি জাহিদ গণ্ডাল ও লাহোর ট্রাফিক পুলিশের ডিআইজি ক্যাপ্টেন (অব.) আহমাদ মবিন।

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।