ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি:বেনাপোল বাজার চুড়িপট্টি এলাকা থেকে রোববার রাত ৮টার সময় ১৪ পিস স্বর্ণের বারসহ বজলুর রহমান (৫৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক বজলুর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের নেছার আলী মন্ডলের ছেলে।সে দীর্ঘ দিন যাবৎ স্বর্ণ পাচারের সাথে জড়িত রয়েছে বলে বিজিবি জানায়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুর সামাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের চুড়িপট্রির সামনে থেকে বজলুর রহমানকে আটক করা হয়।আটকের পর তাকে ক্যাম্পে এনে দেহ তল্লাশি করে ১৪ পিস স্বর্ণেরবার পাওয়া যায়।আটক স্বর্ণেরবারের ওজন ১ কেজি ৮শ গ্রাম।আটককৃত স্বর্ণের বাজার মুল্য প্রায় ৫০ লাখ টাকা।আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।