অশ্বিনের ছাত্র মিরাজ

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগেই মেহেদি হাসান মিরাজ বলেছিলেন, অশ্বিন বিশ্বমানের খেলোয়াড়। আমার লক্ষ্য থাকবে খেলা শেষে ওর সঙ্গে কথা বলে কিছু টিপস নেওয়ার। আর ও ম্যাচে খেললে কীভাবে বোলিং করছে, তা তো কাছে থেকেই দেখতে পারব। সে অভিজ্ঞতাও আমার জন্য অনেক কাজে লাগবে।

দেশ ছাড়ার আগে বলে যাওয়া এই কথা ভুলেননি মিরাজ। টেস্ট শেষ হতেই ভারতের অন্যতম সেরা এই স্পিনারের কাছ থেকে বোলিং টিপস নিয়ে নিলেন ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই আলোড়ন তৈরি করা বাংলাদেশি এই অফ স্পিনার। খেলা শেষে মিরাজকে নিয়ে বসেন অশ্বিন। বল হাতে টিপস দেওয়ার পাশাপাশি নিজের অভিজ্ঞতাও শেয়ার করেন মিরাজের সঙ্গে।

ইংল্যান্ড সিরিজে অভিষেক ঘটা মিরাজ দুই টেস্টেই তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের ১৯ উইকেট। তার স্পিন ঘূর্ণিতেই নাকাল হয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট হারে ইংলিশরা। সেসময় মিরাজের বোলিংয়ে মুগ্ধ হয়ে অশ্বিন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছিলেন, মেহেদি হাসান নামের অফ স্পিনারটা দারুণ।

হায়দরাবাদ টেস্টে বোলার মিরাজকে খুব কাছ থেকেই দেখেছেন অশ্বিন। যদিও এই টেস্টে মিরাজ বল হাতে আলো ছড়াতে পারেননি। প্রথম ইনিংসে ৪২ ওভার বল করে তুলে নিয়েছিলেন দুই উইকেট। আর দ্বিতীয় ইনিংসে সাত ওভার হাত ঘুরালেও দেখা পাননি উইকেটের। তবে বল হাতে না হলেও ব্যাট হাতে নজর কেড়েছেন ডানহাতি এই অলরাউন্ডার।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।