দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী; শ্যামনগরে এক প্রধান শিক্ষকের লাম্পাট্যের দৌরত্ব

ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগর উপজেলার হরিনগরের বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সুনির্মল চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অনৈতিক ছাত্রী নির্যাতন ও নারী কেলেঙ্কারীর খবর লিফলেট /পোষ্টারে ছেয়ে গেছে। লিফলেট ও এলাকাসুত্রে জানা গেছে, গত ১২ ই ফেব্রুয়ারী সন্ধ্যায় বনশ্রী হাইস্কুলের প্রধান শিক্ষক ও আটুলিয়ার পূর্ব 6বয়ার সিংহ গ্রামের রতিকান্ত মন্ডলের পুত্র সুনির্মল চন্দ্র মন্ডলের স্ত্রীর সাময়িক অবর্তমানে তার বাড়িতে ভাগ্নে বউ সন্যাসী মন্ডলের স্ত্রী ভারতী রানীর সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। এ সময় পার্শ্ববর্তী মৎস্য ঘের কর্মচারী নাম প্রকাশে অনিচ্ছুক টর্চ লাইটের আলোয় উভয়ের অনৈতিক কার্য অবস্থায় দেখে ফেললে মোটা অংকের টাকায় ও ক্ষমা প্রার্থনা করে রেহাই পেতে চেষ্টা করে। কিন্তু ঘের কর্মচারী কোন কিছুতেই রাজি না হয়ে বিষয়টি প্রকাশ করে। তাছাড়া ইতিপূর্বে তার এলাকার করুনা রানী  সহ অগনিত নারীর চরিত্র হননের খবর প্রকাশ পেলে সুনির্মল চন্দ্র মন্ডল বহু দিন এলাকা ছাড়া ছিল বলে স্থানীয়রা জানান। স্কুল ছাত্রীকে বিদ্যালয়ের অফিস কক্ষে একা পেয়ে শারিরিক নির্যাতনের ঘটনাও ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। প্রধান শিক্ষক সুনির্মল চন্দ্র মন্ডলের এহেন নারী লিপ্সুর ঘটনা লিফলেট /পোষ্টারে  আটুলিয়া, নওয়াবেকী বাজার, মহেন্দ্র মোড় মাছের আড়ৎ, কলবাড়ী, নীলডুমুর, মুন্সিগঞ্জ, হরিনগর বাজার সহ দোকান ও শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে ছেয়ে গেছে। লিফলেট /পোষ্টারের ভাষা এতই কুরুচিপূর্ন যে, যা লোকে পড়ে সুনির্মল চন্দ্র মন্ডলের বিরুদ্ধে সর্বত্রে ধিক্কার ও নিন্দার ঝড় বইছে। অনেকে এ ধরনের গর্হিত লিফলেট /পোষ্টার ছিড়ে ফেলছে। তবে পোষ্টারের কথাগুলি সকলের মুখে মুখে। এলাকার নারী সমাজ তার লোলুপ দৃষ্টি এড়াতে সম্ভ্রম রক্ষার ভয়ে ভীত সন্ত্রাস্ত। প্রধান শিক্ষক সুনির্মল চন্দ্র মন্ডলের আর্থিক সচ্ছলতা ভাল হওয়ায় প্রভাবশালী মহলের ম্যানেজ করার চেষ্টা করছে বলে অনেকে জানিয়েছেন। এ ব্যাপারে সুনির্মল চন্দ্র মন্ডলের সেল ফোনে বার বার রিং করেও ফোনটি রিসিভ না হওয়ায় ভাষ্য নেওয়া সম্ভব হয়নি। এলাকাবাসী এ ধরনের কর্মকান্ডের ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।