লক্ষ্মীপুরে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:আলমগীর হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।13

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের (বিডিএমএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার ডা: মো: ইউনুছ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমেদ।

জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আব্দুল মান্নানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সভাপতি ডা: আশফাকুর রহমান মামুন, আমন্ত্রিত অতিথি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন, প্রধান বক্তা বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের (বিডিএমএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব ডা: সিরাজুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি ডা: জাকির হোসেন, ডা: নুরুল আমীন প্রমুখ।

উল্লেখ্য: গত ১ নভেম্বর ২০১৬ইং তারিখে আগামী তিন বছরের জন্য ডা: মো: হাফিজ সারোয়ারকে সভাপতি ও ডা: আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক হিসেবে ২১ সদস্য বিশিষ্ট কমিটি বিনা প্রতিদ্বদ্ভিতায় নির্বাচিত হন।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।