ক্রাইমবার্তা রিপোট: আক্তার বাহিনীর প্রধান আক্তার (৪৫) গত ১১ ইং তারিখ শনিবার দুইটার দিকে চৌগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের প্রাননাশের হুমকি প্রদান করে। এই ব্যাপারে চৌগাছা থানায় অভিযোগ করিলে ও কুখ্যাত সন্ত্রাসী আক্তারকে থানা পুলিশ আটক করিতে পারেনায়। সূত্রে জানা যায় যশোর জেলার চৌগাছা থানার অন্তরগত বেড়গোবিন্দপুর গ্রামের যশাবিশ্বাসের পুত্র মাদক স¤্রাট ও আগ্নেও অন্ত্র ব্যবসায়ী নামে পরিচিত গত ১৭ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টার সময় ন্যাশনাল ক্রাইম জার্নালিষ্ট এন্ড অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা পরিচালনা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জি. এম মিজানুর রহমান মিজান। তিনি তার বক্তব্যে বলেন চৌগাছার কুখ্যাত অস্ত্র ও মাদক বিক্রেতা সন্ত্রাসী আক্তারকে থানা পুলিশ আটক করিতে পারছেন না।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, মোঃ আশিকুল ইসলাম, মোঃ জসিমউদ্দীন তুহিন, সেলিম হোসেন, এম এম শাহিন, কামরুজ্জামান, মোছাঃ হোচনে আরা (হ্যাপি) এ্যাড: আব্দুল ওহাব, ডাঃ আলি হোসেন মিন্টু প্রমুখ।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …