SAMSUNG CAMERA PICTURES

রোলারের অভাবে রাণীশংকৈলে রাস্তার উন্নয়নমূলক কাজ ব্যাহত

ক্রাইমবার্তা রিপোট:রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ চাহিদা মত রোলারের সুব্যবস্থা না থাকায় ঠাকুরগায়ের রাণীশংকৈলে খুটিয়াটুলি-বনগাওয়ের রাস্তার উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উক্ত রাস্তার উন্নয়নমূলক কাজের ঠিকাদরি প্রতিষ্ঠান মামুনএন্টারপ্রাইজ ডব্লিউবিএম ইট ফেলার পরও ৮দিন যাবৎ কাজ পড়ে আছে। সময় মতো রোলার সরবরাহ না থাকায় ঠিকাদার মালিক আর এলাকাব জনগণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বাধার সম্মুখীন হচ্ছে রস্তার উন্নয়ন মূলক কাজ । রাস্তায় সাব গেজ ফেলে রাখা হয়েছে বেশ কয়েকদিন যাবৎ। সময়মতো রোলার না পাওয়ার কারনে শুধু উপজেলার রাস্তাগুলো নয় এমন দৃশ্য অন্যান্য উপজেলার

SAMSUNG CAMERA PICTURES

রাস্তাগুলোতে দৃশ্যমান। প্রাপ্ত তথ্যমতে, রাস্তার উন্নয়নমূলক কাজে এলজিইডি রোলার সরবরাহ করে থাকে। অন্য কোন প্রতিষ্ঠান থেকে রোলার ভাড়া নিয়ে কাজ করা যাবে না। মামুন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আঃ আজিজ জানান, রোলারের অভাবে সময়মতো কাজ শেষ করতে পারছিনা। অথচ আমার কাজ সমাপ্তির মেয়াদ শেষ হয়ে আসছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ তারেক বিন ইসলামকে তার কার্যালয়ে না পেয়ে কয়েকদিন যাবৎ মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন সচল করেননি।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।