গণতন্ত্র না থাকলে উগ্রবাদ হয় : বদিউল

ক্রাইমবার্তা রিপোট:আজ রোববার পিরোজপুর গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে মৌলবাদ ও উগ্রবাদের জন্ম হয়।

আজ রোববার সকাল ১০টায় পিরোজপুর গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বদিউল আলম এসব কথা বলেন।16

এ দেশের নির্বাচন ব্যবস্থায় কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা উচিত বলে মত দেন সুজন সম্পাদক। তিনি বলেন, ‘আমরা যদি চারপাশে তাকাই তাহলে দেখব, যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে মৌলবাদ হয়, উগ্রবাদ হয়, ধর্মীয় উগ্রবাদ হয়। আমরা আমাদের গণতন্ত্র ব্যবস্থা যদি সুসঙ্গত না করি, আমার যদি আমাদের রাজনৈতিক বিরোধগুলো মীমাংসা না করি, আমরা যদি এই উগ্রবাদী শক্তির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে না দাঁড়াই তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। তাই এই ব্যাপারে আমি শঙ্কিত। জানি না, আপনাদের কোনো আশঙ্কা আছে কি না। তাই এই আশঙ্কার কারণে আমি বিভিন্ন জায়গা গিয়ে কথা বলি।’

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের নাগরিক সমাজের নেতারা উপস্থিত ছিলেন। সুজন জেলা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Check Also

আওয়ামী লীগ নেতা কমীদের নিয়ে ডিবি ইউনাইটেড স্কুলের প্রধান শিক্ষক সাবেক ছাত্রদল নেতা মুকুলের সেমাই চিনি বিতরণ

ক্রাইমবাতা রিপোট, ধুলিহর:বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক,ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।