ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:একজন ভারতের, আরেকজন বাংলাদেশের অভিনেত্রী। তাদের নাম এক হলেও দেশ, জাতি, গোত্র একেবারেই আলাদা। তারপরও ছবি বিভ্রাটের শিকার হলেন বাংলাদেশি ভাবনা। বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ এ মডেল-অভিনেত্রী। সোমবার ভাবনা তার ফেসবুকে নিউজটির লিংক এবং স্ট্যাটাসে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মানুষ এতো নির্বোধ এবং বিরক্তির কিভাবে হয়! এ ধরণের নিউজ করার আগে দুইবার ভাববে না। খুব হতাশাজনক ব্যাপার। আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। এটা আমার সংবাদ না।’
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …