ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডর আদেশ দিয়েছেন আদালত। সোমবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে দ-প্রাপ্ত আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদ- দেয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামি হলো শেরপুর জেলার নালিতাবাড়ি থানার গোবিন্দ কালিনগর গ্রামের মৃত ক্বারী জাফর আলীর ছেলে মাইনুদ্দিন (৬৩)। তিনি স্ত্রীকে নিয়ে টঙ্গীর আরিচপুরে গাজী রফিকের বাড়িতে ভাড়া থাকতেন।
গাজীপুর জজ কোর্টের পিপি এড. হারিছ উদ্দিন আহম্মদ জানান, টঙ্গীর পশ্চিম আরিচপুর গাজী রফিকের বাসায় স্বরিবারে ভাড়া থাকতেন মাইনুদ্দিন। ২০১০ সালের ২৯ জুন দাম্পত্য কলহের জেরে ঘরের দরজা বন্ধ করে স্বামী মাইনউদ্দিন তার স্ত্রী নাজমুনন্নাহার স্বপ্না (৪৮) কে কাঠের পিড়ি ও আধলা ইটা দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই নাজমুনন্নাহারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইনুদ্দিনকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের মা হাজেরা বেগম বাদি হয়ে মাইনুদ্দিনকে আসামি করে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন তদন্ত শেষে একই বছরের ৭ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। ২০১১ সালে ২৪ মে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত সোমবার ওই রায় প্রদান করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহম্মদ, আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান আকন (তমিজ)।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …