শ্লীলতাহানির সংবাদে ছবি বিভ্রাটের শিকার ভাবনা

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:একজন ভারতের, আরেকজন বাংলাদেশের অভিনেত্রী। 12তাদের নাম এক হলেও দেশ, জাতি, গোত্র একেবারেই আলাদা। তারপরও ছবি বিভ্রাটের শিকার হলেন বাংলাদেশি ভাবনা। বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ এ মডেল-অভিনেত্রী। সোমবার ভাবনা তার ফেসবুকে নিউজটির লিংক এবং স্ট্যাটাসে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মানুষ এতো নির্বোধ এবং বিরক্তির কিভাবে হয়! এ ধরণের নিউজ করার আগে দুইবার ভাববে না। খুব হতাশাজনক ব্যাপার।  আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। এটা আমার সংবাদ না।’

Check Also

৫ বছরে কিডস ক্রিয়েশন টিভি

৫ম বর্ষে পা রাখলো ছোটদের প্রিয় চ্যানেল কিডস ক্রিয়েশন টিভি । ৮ মার্চ , শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।