ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার৷ সোমবার সন্ধ্যায় নয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম নিজেই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এর আগে এই দায়িত্ব পালন করতেন মাইকেল ফ্লায়ন৷ দায়িত্ব নেয়ার ২৪ দিনের মাথায় পদত্যাগ করেছিলেন তিনি৷
মধ্যবর্তী সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন লেফটেন্যান্ট জেনারেল কেইত কেলগ৷ তবে ম্যাকমাস্টার নয়া জাতীয় উপদেষ্টা নির্বাচিত হওয়ার ফলে আবারো নিজের পুরানো দায়িত্বে অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চিফ পদের দায়িত্বে ফিরে যাবেন তিনি৷ এমনই খবর প্রকাশিত হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে৷
বর্তমানে আর্মি ক্যাপাবিলিটি ইন্টারোগেশন সেন্টারের প্রধান হিসাবে কাজ করছিলেন লেফটেন্যান্ট জেনারেল এইচ.আর. ম্যাকমাস্টার৷ সোমবার ফ্লোরিডার মার-লা-লাগোতে নিজ বাসভবন এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি জানিয়েছেন, ‘তিনি হলেন অত্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন৷ গত দু’দিন ধরে আমি প্রচুর পড়াশোনা করেছি৷ সেনার প্রতিটি ব্যক্তির কাছেই উনি খুবই সম্মানের৷ তাকে পেয়ে আমরা খুবই গর্বিত৷’
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মতো গুরুত্বপূর্ণ পদ পেয়ে আমেরিকাবাসীকে নিরাপত্তা প্রদান করাই তার একমাত্র লক্ষ্য হবে৷ নিজ বিবৃতিতে একথাই জানিয়েছেন ম্যাকমাস্টার৷ তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে মার্কিন প্রেসিডেন্টের প্রথম পছন্দ ম্যাকমাস্টার ছিলেন না৷ প্রথমে প্রাক্তন ভাইস অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ডকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ গ্রহণ করতে অনুরোধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু তিনি রাজি না হওয়াতে শুরু হয় খোঁজাখুঁজি৷