ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:পূর্ণাজ্ঞ সিরিজ খেলতে আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। মুশফিকুর রহীমকে অধিনায়ক করে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও পেসার রুবেল হোসেন।
বাদ পড়েছেন ইমরুল কায়েস। তবে দ্বিতীয় টেস্টের আগে নিজেকে শতভাগ ফিট করতে পারলে সীমিত ওভারের সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে এই ওপেনারের।
মোস্তাফিজুর-রুবেল ছাড়াও আছেন আরো তিনজন পেসার- তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও শুভাশিস রায়।
টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে শ্রীলঙ্কা সফর। ৭ মার্চ গলে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল : মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিস রায় ও রুবেল হোসেন।