সিরিয়ায় গাড়ি আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৫

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আল-বাবেতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। মেডিকেল সুত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হামলায় বহু লোক আহত হয়েছে।16

এই শহরটি উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী আইএসের কাছ থেকে তুরস্কপন্থী বিদ্রোহীরা দখল করে নিয়েছে বলে দাবি করার একদিন পর শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে।

সিরিয়ার মানবাধিকার সংস্থা বলেছে, স্থানীয় নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা সুসিয়ানে এ ধরনের হামলা প্রায়ই হয়ে থাকে।

আল-জাজিরা জানিয়েছে, আল-বাবে হলো আইএসের শক্ত ঘাঁটি। এর পাশের দুটি শহর কাবাসিন ও আল-বেজায় গত কয়েক সপ্তাহ ধরেই সংঘর্ষ চলছিল। তবে এই হামলা ঘটনাস্থল আল-বাবে থেকে ১০ কিলোমিটার দূরে।

আল-জাজিরার প্রতিবেদক তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে জানিয়েছেন, ‘একটি চেকপয়েন্টের কাছে বেশ কিছু বেসামরিক লোক জড়ো হয়েছিল। সেখানে হঠাৎ করেই আত্মঘাতী হামলাটি চালানো হয়। তাতে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘হামলায় ফ্রি সিরিয়ান আর্মির কিছু সদস্য হতাহত হয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার ধরণ থেকে মনে হচ্ছে এটা আইএসেরই কাজ।’ কিন্তু অস্ট্রেলিয়ার নিউজ ডটকম জানিয়েছে, হামলার দায় কেউ স্বীকার করেনি। আল-জাজিরা ও নিউজ

Check Also

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাতটি দেশকে ‘নিরাপদ’ ঘোষণা করেছে। বুধবার (১৬ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।