ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:পুনে টেস্টে আড়াই দিনেই অস্ট্রেলিয়ার কাছে হার স্বীকার করলো ভারত। সিরিজের প্রথম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে ভারত।
ঘরের মাটিতে বেশ কিছুদিন ধরেই অজেয় ভারত। অপরাজিত ছিল টানা ১৯টি ম্যাচ। বিরাট কোহলির নেতৃত্বে টানা ছয়টি টেস্ট সিরিজ জয়ের নতুন রেকর্ড গড়েছিল ভারত। কিন্তু উড়তে থাকা সেই ভারতকে একটানে মাটিতে নামিয়ে আনল অস্ট্রেলিয়া।
সফরকারী অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৬০ রান করে। জবাবে ভারত অলআউট হয় মাত্র ১০৫ রানে। ১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আজ অস্ট্রেলিয়া ২৮৫ রানে অলআউট হয়েছে। এতে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ভারতের সামনে টার্গেট ৪৪১ রান। এমন টার্গেট সামনে নিয়ে আজ তারা অলআউট হয়েছে মাত্র ১০৭ রানে। দুই ইনিংস মিলিয়ে তারা করেছে ২১২ রান।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জেতার কোনো রেকর্ড নেই। সর্বোচ্চ ৪১৮ রান করে জেতার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অ্যান্টিগুয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা এই রেকর্ড গড়ে।
ভারতের পক্ষে তিন স্পিনার- রবীচন্দ্রন অশ্বিন (৪), রবীন্দ্র জাদেজা (৩) ও জয়ন্দ যাদব (১) মিলে ৮টি এবং পেসার উমেশ যাদব দুটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন।
ও’কেফে ভারতের ৬ উইকেট তুলে নেন। মুরালি বিজয় (২), বিরাট কোহলি (১৩), অজিঙ্কা রাহানে (১৮), রবীচন্দন অশ্বিন (৮), ঋদ্ধিমান শাহ (৫) এবং চেতেশ্বর পূজারা (৩১) ও’কেফের বলে সাজঘরে ফেরেন।
এছাড়া লোকেশ রাহুল (১০), রবীন্দ জাদেজা (৩), জয়ন্ত যাদব (৫) এবং উমেশ যাদবকে (০) ফেরান নাথান লায়ন।