ইউটিউবে ‘মেয়েটি এখন কোথায় যাবে’র গান

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:ইউটিউবে প্রকাশ পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘মেয়েটি এখন কোথায় যাবে’র গান। গানের দৃশ্যে অভিনয় করেছেন নায়ক শাহরিয়াজ ও চিত্রনায়িকা জলি। ‘জোছনা রাতে’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমন সাহা, কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও নাকিব হৃদয় চৌধুরী। নাচের কোরিওগ্রাফি করেছেন একে আজাদ। ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু।

নায়ক শাহরিয়াজ এনটিভি অনলাইনকে বলেন, ‘এই গানটি শুটিং করেছি মানিকগঞ্জের একটি গ্রামে। প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশার মধ্যে শুটিং করেছি। প্রথম দিন রাতে বিশাল একটি সেটে শুটিং করেছি। কিন্তু কুয়াশার কারণে আশপাশের কিছু দেখা যাচ্ছিল না। সেট অনেক বড় থাকলেও কুয়াশার জন্য দেখানো যাচ্ছিল না। ছোট ছোট অংশে শুটিং করতে হচ্ছিল। আবার পরের দিন নৌকা থেকে নেমে পুরো ইউনিট পাঁচ মাইল হেটে নদীর পাশে গিয়ে শুটিং করেছি। সেখানে পানি আনতেও পাঁচ মাইল হেঁটে যেতে হয়। এ ধরনের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গানের সঙ্গে।’

কোরিওগ্রাফার একে আজাদ বলেন, ‘আমি গানের কথা ও সুরের সাথে নায়ক-নায়িকার রসায়নটা ক্যামেরায় ধরতে চেয়েছি। দুজনই অনেক সহযোগিতা করেছে। তাদের কাজের প্রতি আগ্রহ আমার জন্য উৎসাহ হয়ে কাজ করেছে।’

পরিচালক নাদের চৌধুরী বলেন, ‘আগামী মার্চ মাসের ১০ তারিখ আমরা ছবিটি মুক্তি দিব। গ্রামের প্রেক্ষাপটে জীবননির্ভর গল্পের এই ছবিটি দর্শকদের কাছে ভালো লাগবে।’

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।