ক্রাইমবার্তা রিপোট:রাজধানীর গাবতলীতে পুলিশ-পরিবহনশ্রমিকদের মধ্যে সংঘর্ষে একটি পুলিশ রেকার ভ্যান ও পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়েছেন শ্রমিকরা।
আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আজ বিকেল থেকে শ্রমিকরা বিক্ষোভ করছিল। পুলিশ তাদের সাথে সমঝোতার চেষ্টা করলে একপর্যায়ে গাড়ি ভাঙচুর করে। কয়েকটি গাড়ি ভাঙচুরের পর পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে পাশে দাঁড়িয়ে থাকা র্যাকারে আগুন দেয়। এরপর পুলিশকে ধাওয়া করে পুলিশ বক্সেও আগুন দেয়। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
ঘটনা শুরুর ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছেন দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান। তিনি বলেছেন, শ্রমিকরা শুধু পুলিশের একটি রেকারে আগুন দিয়েছে, তা নিয়ন্ত্রণ করা হয়েছে।
ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ট্রাকচালক চালক মীর হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন মানিকগঞ্জের আদালত।
যাবজ্জীবন দণ্ড পাওয়া বাসচালক জামির হোসেন এবং মৃত্যুদণ্ড পাওয়া ট্রাকচালক মীর হোসেনের মুক্তি না পাওয়া পর্যন্ত ধর্মঘট চালানোর ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।