একই ছবিতে অমিতাভ অ্যাশ অভিষেক!

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:বলিউডের অন্যতম দম্পতি অভিষেক-ঐশ্বরিয়া আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘গুলাম জামুন’-এ বাস্তব জীবনের এ জুটিকে দেখা যাবে।একই ছবিতে অমিতাভ অ্যাশ অভিষেক!

সিনেমাটি হলো রোমান্টিক ও হাসির গল্পে সাজানো। যা লিখেছেন ও পরিচালক করেছেন অনুরাগ নিজেই। আর এটি প্রযোজনা করছে পরিচালকের প্রতিষ্ঠান কাশ্যপ’স ফ্যান্টম ফিল্মস।
অভিষেক-ঐশ্বরিয়া জুটিকে দিয়েই চমকের রেশ কাটছে না। শোনা যাচ্ছে, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আসছেন বিগ বি অমিতাভ বচ্চন।
এর আগে অ্যাশ ও অভিষেক ‘ধাই অকসার প্রেম কে’, ‘কুচ না কাহো’, ‘গুরু’, ‘ধুম-২’ও ‘সরকার রাজ’-এ অবিনয় করেছেন।
‘সরকার রাজ’ ছবিতে তাদের সঙ্গে ছিলেন অমিতাভও। এছাড়া ‘বান্টি অর বাবলি’ ছবিতে একটি গানে এসেছিলেন বচ্চন পরিবারের এ তিন সদস্য!

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।