ক্রাইমবার্তা রিপোট:নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসসহ ১০ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নূর ইসলাম, নুরুজ্জামান মোক্তার, কুদ্দুস, হেলাল, শেখ মোজাম্মেল হোসেন, মনির হোসেন, মাসুদ রানা, এনামুল হক, মাসুদ করিম ও মিঠু খাঁন।
এ ঘটনায় বুধবার বিকেলে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি শাহ মঞ্জুর কাদের পিপিএম জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ৬৫ লাখ টাকা ছিনতাই হবে এমন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার স্পেশাল ফোর্স নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এসময় মহাসড়কে মোগড়াপাড়া চৌরাস্তা লিজা পাম্পের সামনে ডিবি পুলিশের পোশাক পরিহিত অবস্থায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছিনতাইয়ের চেষ্টাকালে ১০ ভূয়া ডিবি পুলিশকে হাতেনাতে গ্রেফতার করে।
এসময় তাদের ব্যবহৃত সাংবাদিক স্টিকার লাগানো একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২৫-৯০৬৮) ও পুলিশের স্টিকার লাগানো নোয়া গাড়ি (ঢাকা-মেট্রো-চ- ১১-৪৭৮৬) আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডক্যাপ, তিনটি বেতর লাঠি, ইত্তেফাক পত্রিকার ড্রাইভার মিঠু খান নামের আইডি কার্ড ও হেলাল হোসেন নামের একটি হিউম্যান রাইটসের আইডি কার্ড উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয়ে ব্যাংক থেকে ব্যবসায়ীদের তোলা টাকা অজ্ঞান করে ছিনতাই করত।