ক্রাইমবার্তা রিপোট:মোঃ আলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডে বেশ কয়েকটি বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। গত ২রা মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের সিকদার পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে তা মুহুত্বের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়লে এতে বেশ কয়েকটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। গভীররাতে অগ্নিকান্ডের কারণে ঘরের রক্ষিত কোনো মালামাল বের করতে পারেনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সহযোগিতায় প্রায় ১ঘন্টা চেস্টা চালিযে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …