‘তখন বিএনপিকে দোষ দিয়েও পার পাওয়া যাবে না’

ক্রাইমবার্তা রিপোট:গণস্বাস্থ্যের ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমার ভোট আমি দিমু, তোর ভোটও আমি দিয়া দিমু- সরকারের এমন উদ্দেশ্য থাকলে ২০১৮ সালে নির্বাচনে আপনারা চিরতরে নির্বাসিত হবেন। তখন বিএনপিকে দোষ দিয়েও পার পাওয়া যাবে না।

‘২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উদ্যাপন জাতীয় কমিটির’ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মঞ্চ উপবিষ্ট বাম রাজনৈতিক দলসহ বিশিষ্ট জনদের উদ্দেশ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী একথা বলেন।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এ আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বাম রাজনৈতিক দলসহ বিশিষ্টজনদের উদ্দেশ করে আরো বলেন, আপনাদেরকে বিএনপি’রও মুখোমুখি হবে হবে। কেন, কী কারণে মুখ ঘুরিয়ে আছেন খোলামেলা কথা বলেন। এর পাশাপাশি জনগণকে ধারণা দিন, ক্ষমতায় গেলে তাদের কথা ভুলে যাবেন না। আগে একসাথে বসে ঠিক করেন কিভাবে আন্দোলন করবেন। পরে ক্ষমতায় গিয়ে কী করবেন সব ধরণের ধারণা দিন জনগণকে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।