ক্রাইমবার্তা রিপোট: পাবনার চাটমোহরে মোবাইল চুরির অভিযোগ এনে এক শিশুকে পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে বস্তা সেলাই করা সুঁচ দিয়ে খুঁচিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের চিরইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই শিশুকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। আহত শিশুটি চিরইল গ্রামের মো. কামরুল হোসেনের ছেলে। এ ঘটনায় শিশুটির মা নাসিমা খাতুন থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত সাজেদুর রহমানকে (২৬) নামে গ্রেফতার করেছে। সাজেদুর একই এলাকার মো. আজিত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও শিশুটির মা নাসিমা খাতুন জানান, পাশের বাড়ির মৃত পানাই সরদারের ছেলে আজিতের বাড়িতে শুক্রবার দিনগত রাতে ঘরের সিঁধ কেটে মোবাইল চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনার পর আজিত তার ছেলে সাজেদুর ও অন্যরা মিলে সকালে বাড়িতে এসে মোবাইল চুরির অভিযোগ এনে রাইদুলকে তাদের বাড়িতে নিয়ে যায়। এ সময় তারা দড়ি দিয়ে বেঁধে শিশুটিকে নির্মমভাবে পেটাতে থাকে। পরে তারা রাইদুলের শরীরে বস্তা সেলাই করা সুঁচ দিয়ে বিভিন্ন জায়গায় খোঁচায়। রাইদুলের মা এ সময় বাধা দিতে গেলে তাকেও পেটায় তারা। পরে শিশুর মায়ের কাছ থেকে জোর করে মোবাইলের ক্ষতিপূরণ হিসেবে ১ হাজার ৫শ’ টাকা নেয়। নাসিমা খাতুন বলেন, আমার ছেলেকে ও আমাকে নির্যাতন করার বিচার চাই আমি।
আজিত হোসেন মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, রাইদুল এলাকায় একাধিক চুরির সাথে জড়িত ছিল। এর আগে এলাকায় তার বিচারও হয়েছে। মোবাইল উদ্ধার করা যায়নি। তবে এলাকাবাসী দু-একটা চড় থাপ্পড় দিয়েছে বলে স্বীকার করেন তিনি।
ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক জানান, আমার কাছে শিশুটির মা এসেছিল। আমি তাকে হাসপাতালে ভর্তি করতে বলেছি এবং পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছি।
থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, শিশুটির মা থানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।