ভারতের রামুজিতে শুরু হচ্ছে ময়নার শুটিং

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে নির্মাণ করা হচ্ছে আলোচিত ছবি ‘ময়না’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি।

10

৭ মার্চ ছবির শুটিং শুরু করার কথা জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। ছবির শুটিংয়ের জন্য এতে মাহির বিপরীতে অভিনয় করবেন কলকাতার সোহম।

এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘৭ মার্চ থেকে রামুজিতে ময়নার শুটিং করার পরিকল্পনা রয়েছে। শুটিং শুরুর একদিন পর যোগ দেবেন মাহি। চলতি মাসের পুরোটা সময় ওখানে শুটিং করব।’

সামাজিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এর গল্পে দেখা যাবে একজন লেখক ‘ময়না’ নামে একটি উপন্যাস লেখেন। যা তার জীবনের গল্পকে উপজীব্য করে। পরে এটি নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।

ছবি প্রসঙ্গে মাহি বলেন, ‘বর্তমানে বেশ কয়েকটি গ্রামীণ পটভূমিতে নির্মিত ছবিতে অভিনয় করছি। তবে এ ছবিতে একজন আধুনিক মেয়ের চরিত্রে অভিনয় করব। আমাকে ঘিরেই ছবির গল্প। আশা করি, দারুণ কিছু হবে।’

উল্লেখ্য, বর্তমানে বেশ কয়েকটি ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন মাহি। এর মধ্যে ‘জান্নাত’ এবং ‘গোলাপতলীর কাজল’ উল্লেখ্যযোগ। পাশাপাশি ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজও শেষ করেছেন তিনি; যা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।