ওবামার বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান এফবিআইয়ের

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফোনে অাঁড়ি পাতার যে অভিযোগ আগের প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে তুলেছেন তা প্রত্যাখ্যান করেছেন এফবিআই প্রধান জেমস কমি।

মি. কমি গত শনিবার ট্রাম্পের করা এ অভিযোগ প্রত্যাখ্যান করতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির।

ট্রাম্পের অভিযোগ, গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ওবামার নির্দেশে তার ফোনে আড়ি পাতা হয়েছিল।

কমি বলেন, এ ধরনের অভিযোগ এটাই প্রমাণ করে যে এফবিআই নিয়ম ভঙ্গ করেছে। কিন্তু আদৌ এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।

তবে কমির এমন আহ্বানের পর বিচার বিভাগের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

মার্কিন গণমাধ্যমের খবরে বিভিন্ন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, কমি বিশ্বাস করেন ট্রাম্পের এমন অভিযোগের কোনো প্রমাণ নেই।

এক টুইট বার্তায় ওবামার বিরুদ্ধে অভিযোগ এনে ট্রাম্প বলেছেন, নির্বাচনী প্রচারণার সময় তার ট্রাম্প টাওয়ারের ফোনে আড়িপাতা হয়েছে।

ট্রাম্পের ওই টুইটের পর এমন অভিযোগ জোরালোভাবে নাকচ করে দিয়ে ওবামার মুখপাত্র কেভিন লুইস বলেছেন, ওবামা বা হোয়াইট হাউসের কোন কর্মকর্তাই কখনো কোনো মার্কিন নাগরিকের উপর নজরদারির নির্দেশ দেননি। বরং এ ধরণের যে অভিযোগ তোলা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা।

ডেমোক্রেট নেতারা অবশ্য বলছেন, রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কের বিষয় ধরে যে স্বতন্ত্র তদন্তের দাবি উঠেছে, তা থেকে নজর সরাতেই ট্রাম্প এসব অভিযোগ তুলছেন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।