মুফতি হান্নানের প্রিজনভ্যানে বোমা হামলায় যুবক রিমান্ডে

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুরে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান ও তাঁর সহযোগীদের বহনকারী প্রিজনভ্যানে বোমা হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তার মোস্তফা কামাল।

 26

জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান ও তাঁর সহযোগীসহ ১৯ আসামিকে বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় এক যুবকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার বিকেলে জেলার মুখ্য বিচারিক হাকিম মাহবুবা আক্তার এ আদেশ দেন। পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে পাঠানো ব্যক্তি হলেন মোস্তফা কামাল (২৪)।

এর আগে মোস্তফাসহ অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করা হয়েছে।

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় মুফতি হান্নান ফাঁসির দণ্ডপ্রাপ্ত। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাজিরার জন্য কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল সোমবার সকালে হান্নানসহ আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়। হাজিরা শেষে প্রিজনভ্যানে করে কাশিমপুরের ওই কারাগারে ফিরিয়ে আনার পথে বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকায় মোস্তফা কামাল হাতবোমা নিক্ষেপ করেন। এ সময় দুটি বোমা রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং প্রিজনভ্যানেও বোমা লাগেনি। পরে ঘটনাস্থল থেকে ককটেল, গ্রেনেড, চাপাতিসহ মোস্তফাকে আটক করে পুলিশ।

Check Also

সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরে গেলেন ৪০১জন পূণ্যার্থী

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে অনুমতি নিয়ে বঙ্গোপসাগরের দুবলার চরে রাস মেলায় গেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।