ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন,তালাঃ সাতক্ষীরার তালায় “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭” এ স্কুল পর্যায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন এসএম আব্দুল্লাহ আল মাসুদ (লিটন)। তিনি কুমিরা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বিগত ২০০৬ সাল থেকে অদ্যবধি উক্ত স্কুলে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের মরহুম আকাম সরদারের একমাত্র পুত্র। শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সোমবার (৬ মার্চ) বিকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন তাঁর অফিস কার্যালয়ে এসএম আব্দুল্লাহ আল মাসুদ লিটনের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন। এ সময় তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসের এ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন হালদার এবং সাধারণ সম্পাদক মুকুন্দ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষক লিটনের শিক্ষাগত সনদপত্র খুবই কৃতিত্বপূর্ণ। তিনি ভবিষ্যত জীবনের জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।
Check Also
এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার
সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …