চিলাহাটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ক্রাইমবার্তা রিপোট: তোজাম্মেল হোসেন মঞ্জু,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ আজ সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭। তারই ধারাবাহিকতায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে লোককেন্দ্র ফোরাম চিলাহাটি এর আয়োজনে ,উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) ও একশনএইড বাংলাদেশের সহযোগতিায় কমিউনিটি ডেভালাপমেন্ট এন্ড মঙ্গা মিটিগেশন  ফর দি পুওল থ্রু আপগ্রেডিং সোস্যাল ক্যাপিটাল(ক্যাম্পাস) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন, স্বাক্ষর ক্যাম্পেইন,র‌্যালী ও আলোচনার সভার আয়োজন করা হয়।10 সকাল ১০.২০ মিনিটে একটি বর্নাঢ্য র‌্যালী ইউএসএস ক্যাম্পাস প্রকল্প অফিস থেকে চিলাহাটি মার্চেন্টস হাই স্কুল প্রদক্ষিন করার পর মানববন্ধন করে এবং পুনরায় প্রকল্প অফিসে ফিরে আসে। এরপর  প্রকল্প অফিসের প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউএসএস চিলাহাটি শাখার প্রকল্প সমন্বয়কারী মো: কায়কোবাদ হোসেন এবং লোককেন্দ্রের সভপাতি রাবেয়া খাতুন বলেন যে, বর্তমান সরকারের নিকট আমাদের দাবি যে নারী  অধিকার বাস্তবায়ন ও তাদের উন্নয়নের জন্য সরকারের উচিত সুনির্দিষ্ঠ করে পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করা। নারী মুক্তি লোককেন্দ্রের সভপাতি মাসুমা বেগম বলেন যে ,এখনই সময় হয়েছে আমাদের জাগ্রত হওয়ার,আমদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে ,আমাদের অধিকার আদায় করতে হবে”। এরপর কন্যা শিশু বোঝা নয়,১৮এর আগে বিয়ে নয়, শিশু নির্যাতন বন্ধ হোক এই সকল  বিষয়কে সামনে রেখে সাক্ষরতা ক্যাম্পাইন কার্যক্রম পরিচালনা করা হয়।এই ক্যাম্পাইনে ২৭৫ জন ছেলে মেয়ে স্বাক্ষর করে।

 

 

ডোমারে ট্রাকের চাকায় পিষ্টহয়ে স্কুল ছাত্র নিহত
তোজাম্মেল হোসেন মঞ্জু,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সালাম(৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে আট টার সময় ডোমার-দেবীগঞ্জ সড়কের ইউনিয়ন পষিদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সালাম ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা নবারপাড়ার মোঃসাহাবুল ইসলামের ছেলে ও পৌরসভার ফুলকড়ি একাডেমীর পেলে বিভাগের ছাত্র ছিল। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ডোমার-দেবীগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।
নিহত সালামের চাচা মোঃ আলমগীর হোসেন জানান,সকালে বাড়ীর খরচ করার জন্য ইউনিয়ন পরিষদের বাজারে আসে সালাম। সেখান থেকে খরচ নিয়ে বাড়ী যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকছেদ আলী দুর্ঘটনায় ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।