ক্রাইমবার্তা রিপোট:নাটোরে পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর জামাল হোসেনকে (৫৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের বিচারক রেজাউল করীম এ রায় দেন। এসময় আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
রায় ঘোষণার সময় আসামি জামাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তিনি নাটোরের লালপুর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
আদালতের পিপি সিরাজুল ইসলাস জানান, ২০০৭ সালের ২১ মে লালপুর উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে তার শ্বশুর জামাল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার পরই লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণের মামলা করেন ধর্ষিতা গৃহবধূ। পরে শ্বশুরকে গ্রেফতার করে পুলিশ।
দীর্ঘ প্রায় ১০ বছরে মামলার তদন্ত, শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় নাটোরের নারী ও শিশু নির্যাতন আইন আদালতের বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন।