রাগীব আলী ও তার ছেলের এক বছরের কারাদণ্ড

ক্রাইমবার্তা রিপোট:পলাতক থেকে পত্রিকা সম্পাদনা ও প্রকাশনার অভিযোগে প্রতারণা মামলায় সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা অনাদয়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।5

আজ বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর মূখ্য আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ মামলার রায় ঘোষণা করেন।

২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রাগীব আলী ও আবদুল হাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করেন গিয়াস উদ্দিন তালুকদার। পলাতক অবস্থায় সম্পাদনাজনিত প্রতারণার অভিযোগ এনে রাগীব আলীর ৫৮ বছর ও তার ছেলে আবদুল হাইয়ের ২৯ বছরের কারাদণ্ডের আবেদন করেন বাদী।

আদালত ওই দিন মামলাটি আমলে নিয়ে দণ্ডবিধির ৪১৭ ধারায় তাদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। তবে সমন পাওয়ার পর জবাব না দেওয়ায় পরের মাসে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সিলেটের তারাপুর চা বাগানের হাজার কোটি টাকার দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত বছরের ১০ আগস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাই ভারতে পালিয়ে যান।

পলাতক থাকাবস্থায় রাগীব আলী সিলেটের ডাক পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও তার ছেলে আবদুল হাই সম্পাদকের দায়িত্বে ছিলেন। মামলা দায়েরের পর আব্দুল হাইকে সম্পাদক পদ থেকে সরিয়ে রাগিব আলীর ভাতিজা আব্দুল হান্নানকে রাগীব আলী মালিকানা পত্রিকার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। তবে স্বপদে বহাল থাকেন রাগিব আলী। এ অবস্থায় তার মালিকানাধীন স্থানীয় দৈনিক সিলেটের ডাক প্রকাশিত হচ্ছে।

এর আগে ২ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় কথিত শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে চারটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন মহানগর মূখ্য হাকিম সাইফুজ্জামান হিরো।

এছাড়া তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের মামলা একই আদালতে বিচারাধীন।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।