ক্রাইমবার্তা ডেস্করিপোট:আশিক বানায়া আপনে’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেই তুমুল আলোচনায় আসেন তনুশ্রী দত্ত। এই ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে বিতর্কের মুখেও পড়েন তিনি। তবে থেমে যাননি। এরপর আরো অনেক ছবিতেই নিজের সেক্সসিম্বল রূপেই হাজির হন তিনি। এই ইমেজ থেকে আর বের হয়ে আসা হয়নি তনুশ্রীর। একের পর এক ছবিতে খোলামেলা রূপে হাজির হতে থাকেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার কাজ কমতে থাকে বলিউডে। এদিকে গত ছয় বছরেরও বেশি সময় ধরে বলিউডে অনুপস্থিত রয়েছেন তিনি। মধ্যে ফেরার কথা থাকলেও সেটা হয়নি। ২০১০ সালে সর্বশেষ ‘অ্যাপার্টমেন্ট- রেন্ট এট ইউর অন রিস্ক’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর আর পাওয়া যায়নি তাকে। কোথায় হারিয়ে গেলেন সেটাও জানা যায়নি। তবে এতটা দীর্ঘ সময় পর সম্প্রতি খোঁজ মিলেছে তার। গত তিন বছর ধরে ভারতের বাইরেই থাকছেন তিনি। বিভিন্ন স্টেজ শোতে নাচার কাজকেই বেছে নিয়েছেন। সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমকে তনুশ্রী বলেন, আসলে আমিও যোগাযোগ করিনি কারো সঙ্গে এতদিন। আমারও তেমন কেউ খোঁজ নেয়নি। কিছুটা অভিমানও ছিল ইন্ডাস্ট্রির প্রতি। সে কারণেই নিজেকে ছবি থেকে গুটিয়ে নিয়েছি। স্টেজ শো করছি এখন। যেমন গত এক মাসে আমি চারটি দেশে শো করেছি টানা। এভাবে ভালোই কেটে যাচ্ছে সময়। তবে বলিউডে আর ফিরবো কিনা বলতে পারছি না।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …