তবে আশার কথা, স্থান নির্ধারণী দুটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে ৯-০ গোলের বিশাল জয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পান জিমি-চয়না।
আজ রোববার টাইব্রেকারে ঘানার বিপক্ষে ৪-৩ গোলে জিতে পঞ্চম হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। অবশ্য ম্যাচের নির্ধারিত সময় ৩-৩ গোলে সমতা ছিল।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ঘানা। ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অতিথি দলটিকে এগিয়ে দেন জনি বোতসিও। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে খেলায় সমতা ফেরান মামুনুর রহমান চয়ন। ২১ মিনিটে চয়নের আরো একটি গোলে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
৪৩ মিনিটে ফিল্ড গোলে আবার ম্যাচে সমতা নিয়ে আসেন ঘানার এলিকেম আকাবা (২-২)। ৫৩ মিনিটে ম্যাথিউ দামালির পেনাল্টি স্ট্রোকের গোলে ৩-২ এগিয়েও যায় ঘানা।
ম্যাচের একেবারে শেষ মিনিটে খেলার সমতা ফেরান অধিনায়ক জিমি (৩-৩)। তাই ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জয়ের উল্লাস করে বাংলাদেশই।