ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের শ্রীপুরে বৃহষ্পতিবার কাভার্ডভ্যানের চাপায় চার বছরের এক শিশু নিহত হয়েছে। তার নাম আমেনা আক্তার। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার পুকুরপাড় গ্রামের রাজিবুল হাসানের মেয়ে।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান ও স্থানীয়রা জানান, গাজীপুরে শ্রীপুরের বেপারীপাড়া এলাকায় বৃহষ্পতিবার শ্রীপুর-মাওনা সড়ক পার হওয়ার সময় শ্রীপুরগামী একটি কাভার্ড ভ্যান শিশু আমেনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় উত্তেজিত জনতা কাভার্ড ভ্যানটি আটক করে ভাংচুর করে। ঘটনার সময় চালক ও হেলপার পালিয়ে যায়।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …