ক্রাইমবার্তা রিপোট:জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জনগণের প্রতিবাদকে উপেক্ষা করে সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করে সরাসরি জনগণের প্রতিপক্ষে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমার ফলে আমাদের দেশে গ্যাসের উৎপাদন মূল্যও যেখানে কমছে সেখানে উল্টো তার মূল্য বৃদ্ধি করা গণবিরোধী কাজ ছাড়া আর কিছুই নয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে বিকালে জেএসডি-নাগরিক ঐক্য আহুত মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতাকালে রব এ সকল কথা বলেন।
রব আরো বলেন, এ মূল্য বৃদ্ধির ফলে শুধু মাত্র বাসাবাড়িতে গ্যাস ব্যবহারকারীরাই ক্ষতিগ্রস্ত হবে না, দেশের শিল্প-কল-কারখানা যাতায়াত-পরিবহন ব্যয়ও বৃদ্ধি পাবে। এর ফলে যাত্রী ভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধির বোঝাও জনগণের উপর চাপবে। তিনি অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় এর বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলা হবে। গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আজ বিকেল ৩ টায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারন সম্পাদক আবদুল মালেক রতন, জেএসডি নেতা এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো: সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, মোশারফ হোসেন, নাগরিক ঐক্য নেতা শহীদুল্লাহ কায়সার, মনিরুল ইসলাম প্রমুখ।