কলারোয়ায় সড়ক দূর্র্ঘটনায় রাজমিস্ত্রি আহত

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দাার,স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় হাবিব খান (২০) নামের এক রাজমিস্ত্রি মারাত্বক আহত হয়েছে। সে উপজেলার কয়লা খানপাড়া গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে। প্রত্যাক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে রাজমিস্ত্রি হাবিব বাইসাইকেল যোগে মুুরারীকাটি হল মোড় থেকে জরুরী কাজ শেষ করে পৌর বাজারে আসচ্ছিল। পথিমধ্যে কোল্ডষ্টোর মোড় এলাকায় আসলে অপরদিক থেকে আসা একটি খালি ট্রাক সাইকেল আহরীকে সজরে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রি রাস্তায় পড়ে গেলে ট্র্রাকের পিছনে থাকা মাল বোঝাই ট্রলির নিচে সে চাপা পড়ে। এতে তার মুখ বেকে যায় এবং হাত ভেঙ্গে যাওয়াসহ সারা শরীলে মারাত্বক জখম হয়। এদিকে সুুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক ট্রাক ও ট্র্রলি। পথচারীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে কলারোয়া হাসপাতলে নিয়ে আসলে অবস্থা বেগতি দেখে হাসপাতালের ডাক্তার উন্নত চিকিৎসার জন্যে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করার পরামর্শ দেন। 19

কলারোয়ায় আজ মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে

ফিরোজ জোয়ার্দ্দাার,স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরা কলারোয়ায়‘ মাদক ও জঙ্গিবাদের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গিকার”এই স্লোগানকে সামনে রেখে কলারোয়া থানা পুলিশের আয়োজনে শনিবার শুরু হবে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ। থানা সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১০টার দিকে প্রথমে পাইলট হাইস্কুল ফুটবল ময়দানে, পরে থানা চত্বরে এই দুই পৃথক স্থানে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাজের সব শ্রেণি পেশার জনগণের আগমনে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা আছে বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্চের ডিআইজি এসএম মনিরুজ্জামান (বিপিএম-পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন (পিপিএম)। এছাড়া সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। থানা পুুলিশের পক্ষ্য থেকে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সাজানো হয়েছে ফুটবল ময়দানের স্টেজ ও থানার স্টেজ। লাইটিংয়ে ভরে গেছে সমাবেশ স্থান। রাত আসলের বোঝা যায় রং বে রংয়ের আলোর ঝলকে। তাই মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে আসার জন্যে সকলকে থানা পুলিশের পক্ষ্য থেকে আহবান করা হল

কলারোয়ায় তলুইগাছা সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

ফিরোজ জোয়ার্দ্দাার,স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরা কলারোয়ায় তলুইগাছা সীমান্তে মাদক চোরাচালানীদের তাড়া করে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে কোন চোরাচালানীকে আটক করতে পারেনি। ফেন্সিডিল উদ্ধারের ঘটনাটি শুক্রবার রাত ১টার দিকে উপজেলার কামারবাড়ি মাঠের মধ্যে ঘটে। তলুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার আকরাম হোসেন জানান, তার নেতৃত্বে সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় একদল মাদক চোরাচালানীকে তাড়া করে। বিজিবি’র তাড়া খেয়ে চোরাচালানীরা তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে ২৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্যে ১লাখ ৭৫ হাজার ২শ’ত টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল সাতক্ষীরা বিজিবি’র হেড কোয়াটারে জমা দেওয়া হয়েছে বলে জানা যায়।

Check Also

২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ

ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।